Best Answer
শরীরের চামড়াকে কেন বর্মের সঙ্গে তুলনা করা কারণ - বর্ম যেমন যোদ্ধাদের বাইরের আঘাত থেকে বাচায় ঠিক তেমনি ত্বক মাংসপেশী, শিরা ও ধমনীকে বাইরের বাইরের আঘাত ও সূর্যের অতিবেগুনি রশির হাত থেকে বাঁচায়। তাই শরীরের চামড়া কে বর্মের সঙ্গে তুলনা করা হয়।
Post a Comment
Thanks for your answer !