Best Answer
কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয়? ➮ জীববৈচিত্র্য সংরক্ষণ করা দরকার কারণ গাছ, প্রাণী আর পাখি একসঙ্গে মিলে প্রকৃতিকে সুন্দর ও ঠিক রাখে। ওরা না থাকলে পরিবেশের ক্ষতি হয়। আমরা খাবার খাই, ওষুধ পাই আর বিশুদ্ধ বাতাস নিই — সবই ওদের জন্য। তাই গাছ ও প্রাণী বাঁচিয়ে রাখা খুব দরকার।
Post a Comment
Thanks for your answer !