Best Answer
ফুসফুসে যক্ষ্মা রোগ হলে যেসব লক্ষণ দেখা যায় তা হলো:
- প্রথম প্রথম বিকেলে জ্বর হয়।
- রাতে ঘাম, শ্বাসকষ্ট হয়।
- ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে।
- খাওয়ায় অরুচি ও বুকে ব্যথা হয়।
- অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে।
- ওজন কমে যায়।
Post a Comment
Thanks for your answer !