Best Answer
ফোসকা কীভাবে পড়ে? ➮ চামড়ার কোথাও পুড়ে গেলে চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায়। আর তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে। দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়। তার ফলে জায়গাটা ফুলে ওঠে। এভাবে ফুসকা পড়ে।
Post a Comment
Thanks for your answer !