Best Answer
S[2] ৪.৫ শিরা ও ধমনির মধ্যে পার্থক্য।
শিরার প্রাচীর পাতলা কিন্তু ধমনির প্রাচীর পুরু। শিরার স্পন্দন নেই কিন্তু ধবলির স্পন্দন আছে।
| শিরা | ধমনি |
|---|---|
| ১. শিরার প্রাচীর পাতলা। | ১. ধমনির প্রাচীর পুরু। |
| ২. শিরার গহ্বর বড়। | ২. ধমনির গহ্বর ছোট। |
| ৩. শিরায় কপাটিকা আছে। | ৩. ধমনি কপাটিকা বিহীন। |
| ৪. শিরার রক্তস্রোত ধীর গতি সম্পন্ন। | ৪. ধমনির রক্তস্রোত দ্রুতগতি সম্পন্ন। |
| ৫. শিরার স্পন্দন নেই। | ৫. ধমনির স্পন্দন আছে। |
| ৬. শিরা কৈশিক জালিকা থেকে শুরু হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়। | ৬. ধমনি হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিক জালিকায় শেষ হয়। |
| ৭. পালমোনারি শিরা ব্যতীত সকল শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। | ৭. ফুসফুসীয় ধমনি ব্যতীত সকল ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। |
Post a Comment
Thanks for your answer !