Best Answer
মালভূমি অঞ্চলের নদনদী ও পার্বত্য অঞ্চলের নদনদীর মধ্যে পার্থক্য লেখো ➮ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদী ধীরে ধীরে বয়ে চলে। এদের পথ প্রশস্ত, বাঁকানো ও শান্ত থাকে। উদাহরণস্বরূপ, হুগলি নদী ও দামোদর নদী। অপরদিকে, পার্বত্য অঞ্চলের নদী পাহাড় থেকে উৎপন্ন হয় এবং খুব দ্রুত বয়ে চলে। অনেক নদীর পানির উৎস হিমবাহ থেকে আসে, যার ফলে পানির তাপমাত্রা কম থাকে। যেমন, তিস্তা নদী।
Post a Comment
Thanks for your answer !