Best Answer
নৌকার দাঁড় বিভিন্ন রকমের হয়। এবং এই দাঁড় ব্যবহারের ধরন অনুযায়ী এটি দুই ধরনের লিভার হতে পারে। সাধারনত নৌকার দাঁড় দ্বিতীয় শ্রেণির লিভার। এছাড়াও নৌকা প্রতিযোগিতায় দাঁড়কে অন্যভাবে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় যা প্রথম শ্রেণির লিভার হিসাবে কাজ করে ।
স্কুল পড়ুয়াদের জন্য এর উত্তর দ্বিতীয় শ্রেণীর লিভার হবে।
নিচে ডায়াগ্রাম সহ নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার এবং কেন তা দেখানো হলো।