Best Answer
"ডোলড্রামস" কথার অর্থ হলো শান্ত অবস্থা। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে বায়ুর উষ্ণ ও হালকা হয়ে সোজা উপরে উঠে যায়। এর ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে কোন বায়ুপ্রবাহিত হয় না। ফলে শান্ত ভাব বিরাজ করে। প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চালানোর সময় সেগুলি প্রায়ই থেমে যেত। তাই নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন "ডোলড্রামস" যার অর্থ হলো শান্তাবস্থা।
Post a Comment
Thanks for your answer !