Best Answer
রেশন তন্তুকে রানিতন্তু বলা হয়।
কারণ: চীনের রানী লিং শি বাগানে ঘোরার সময় তার হাতের চায়ের কাপে রেশমের একটি কোকুন পড়ে। ওই কোকুন গরম চায়ের সংস্পর্শে খুলে যায় ও রেশম সুতো বেরিয়ে পড়ে। রানী প্রথম রেশম সুতো আবিষ্কারের পন্থার হদিশ দিয়েছিলেন বলে একে রানিতন্তু বলে।