Best Answer
খাদ্যশৃঙ্খলের গঠনগত একক হলো জীব।
খাদ্য শৃঙ্খলে যুক্ত এক জীব থেকে অন্য জীবে পর্যায়ক্রমে শক্তি প্রবাহিত হয়। এক একটি স্তরে অসংখ্য জীব থাকে। তাই অসংখ্য জীব নিয়ে পুষ্টি স্তর এবং একাধিক পুষ্টিস স্তর নিয়ে খাদ্যশৃংখল তৈরি হয়।
জীব → পুষ্টি স্তর → খাদ্যশৃংখল → খাদ্যজাল
অর্থাৎ খাদ্যশৃংখল-ই হোক কিংবা খাদ্যজাল, উভয়ের গঠনগত একক জীব।
খাদ্য শৃংখল এর গঠনগত একক |
[youtube src="0fOgE-C0AWI"/]