Best Answer
25° থেকে 35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলা হয়।
কারণ: ষোড়শ শতকে কর্কটীয় ও মকরীয় শান্তবলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়তো। মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি বাণিজ্যিক জাহাজগুলোর ওজন কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে জীবন্ত ঘোড়াগুলোকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো। এই কারণেই নামকরণ হয়েছে অশ্ব অক্ষাংশ।
Post a Comment
Thanks for your answer !