Best Answer
জাব পোকা বা এফিড (Aphid) গাছের শর্করা সমৃদ্ধ রস শোষন করে এক ধরনের শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে। একেই হানিডিউ বলে। এই হানিডিও পিঁপড়েরা খাদ্য হিসেবে গ্রহণ করে।
জাব পোকা ও লাল পিঁপড়ের মধ্যে মিথোজীবী তার সম্পর্ক দেখা যায় । হানিডিউ খাওয়ার জন্য পিঁপড়েরা জাব প্রকারের লালন-পালন করে এবং শত্রুদের হাত থেকে রক্ষা করে।