Best Answer
ডোলড্রামস কথার অর্থ হলো শান্তাবস্থা। [ তথ্যসূত্র: অষ্টম শ্রেণি পাঠ্য বই ]
ডোলড্রামস কথার অর্থ হলো 'শান্ত জলবায়ুর অঞ্চল' । [ তথ্যসূত্র : অফিসিয়াল উত্তরপত্র গ্রুপ ডি ২০০৭ প: ব: ]
এই বলয়টি নিরক্ষীয় অঞ্চল থেকে 10º উ এবং 10º দ: অক্ষাংশ পর্যন্ত প্রসারিত ।
অতিরিক্ত গরম হওয়ার কারণে এখানে বায়ুর অনুভূমিক চলাচল অনুপস্থিত এবং কেবল পরিচলন প্রবাহ রয়েছে। ভূপৃষ্ঠের অনুভূমিক বায়ুপ্রবাহের অনুপস্থিতির কারণে এই বলয়টিকে ডোলড্রামস (শান্ত জলবায়ুর অঞ্চল) বলা হয়। এই বলয়টির আরেক নাম আন্তঃ ক্রান্তীয় অভিসরণ অঞ্চল (ITCZ) ।
Post a Comment
Thanks for your answer !