Best Answer
না, কোনো বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না।
সংক্ষিপ্ত ব্যাখ্যা: গতিশক্তি (Kinetic Energy, ${E}_{{k}} $ হল বস্তুর ভর (m) ও বেগ (v) এর উপর নির্ভরশীল।
সমীকরণ: ${E}_{{k}} = \frac{1}{2}mv^2 $।
যেহেতু ভর সবসময় ধনাত্মক (positive) এবং বেগের বর্গ ($v^2$) সর্বদা ধনাত্মক, তাই গতিশক্তি ($\frac{1}{2}mv^2 $) সর্বদা ধনাত্মক হবে। কোনো বস্তুর গতিশক্তি শূন্য বা ধনাত্মক (positive) হতে পারে, কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না।