Best Answer
হৃৎপিন্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ হল বাম নিলয়।
মানব হৃৎপিন্ডের চারটি প্রকোষ্ঠ :
- ডান অলিন্দ (Right Atrium):
- দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেন বিহীন রক্ত এই প্রকষ্টে আসে ।
- উর্ধ্ব ও নিম্ন মহা সেরা দ্বারা রক্ত সারা দেহ থেকে এই প্রকোষ্ঠে আসে।
- ডান নিলয় (Right Ventricle):
- ত্রিপত্র কপাটিকার ভেতর দিয়ে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে আসে ।
- এখান থেকে রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছায়।
- বাম অলিন্দ (Left Atrium):
- ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত সংগ্রহ করে।
- ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্ত সংগ্রহ করে।
- বাম নিলয় (Left Ventricle):
- বাম অলিন্দ থেকে দ্বিপত্র কপাটিকার ভিতর দিয়ে রক্ত বাম নিলয়ে পৌঁছায়।
- দেহের বিভিন্ন অংশে অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করে মহা ধমনীর মাধ্যমে এই প্রকোষ্ঠ থেকে যায়।
- এটি মানব হৃদপিন্ডের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম প্রকোষ্ঠ।
Post a Comment
Thanks for your answer !